পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার ৩রা আগস্ট দিনটি ছিল বন্ধুত্ব দিবস এবং এই ঐতিহাসিক দিনে মেদিনীপুর শহরে এসেছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন।"মিডফিল্ড জেনারেল"মেহতাব হোসেন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে'। ২০০৭ থেকে ২০১৭, টানা এই দশ বছর তিনি লাল-হলুদ জার্সিতে খেলেছেন। যদিও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি বছর তিনেক (২০০৩-২০০৬) মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন। কেরিয়ারের শেষপ্রান্তে আবারও মেরিনার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি টালিগঞ্জ অগ্রগামী, ওএনজিসি, ইন্ডিয়ান সুপার লীগে তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি-র হয়ে। ইতিপূর্বে, কোচ হিসেবে ২০১৯-২০২০ মরশুমে সাদার্ন সমিতির দায়িত্ব সামলেছিলেন মাঝমাঠের এই রাজা। বর্তমানে কলকাতা ফুটবল লিগে রেলওয়ে এফসির কোচের ভূমিকা পালন করছে এই তারকা ফুটবলার। আজ বিপ্লবী সংবাদ দর্পণের নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে বর্তমানে গ্রাম বাংলা থেকে কিভাবে মেদিনীপুরের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা যায়? তার সন্ধানে মেদিনীপুরের স্বনামধন্য ফুটবল ক্লাব SB-XI আবির আওয়ারগাল (সাহেব) উদ্যোগে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা যায় তার কথা বলতে শোনা যায়।
মেদিনীপুর ফুটবল এবং এসবি-একাদশ দল সম্পর্কে রেলওয়ে এফসির কোচ মেহতাব হোসেন
চলতি কলকাতা লিগে রেলওয়ে এফসি-র কোচ নিযুক্ত হয়েছেন এই বাঙালি তারকা। এবারের লিগে রেলওয়ের পারফরমেন্স একদমই ভালো নয়। গ্রুপ ‘এ’-তে তারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে রয়েছে। লিগে ছয়টি ম্যাচের পাঁচটি ম্যাচেই হেরেছে তারা। লিগে হাল ফেরাতে নীলাঞ্জন গুহর পরিবর্তে মেহতাব হোসেনকে দায়িত্ব দিয়েছেন রেলকর্তারা। নতুন দায়িত্ব উপভোগ করছেন প্রাক্তন মিডফিল্ডার জেনারেল। তিনি বলেছেন, ‘কোচিং করানোটাকে আমি উপভোগ করছি। ফুটবলকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোচ হওয়ার পর আবার নিজের পুরোনো রুটিনে ফিরে গিয়েছি।তৈরি হতে চলেছে এক ফুটবলারের বায়োপিক। সব ঠিক ঠাক থাকলে আগামী বছর মুক্তি পেতে চলেছে মেহতাব হোসেনের বায়োপিক ‘মেহতাব’। পরিচালক বাপ্পা।
ভারতীয় প্রাক্তন ফুটবলার এবং কোচ রেলওয়ে এফসি মেহতাব হোসেনের সাথে একান্ত সাক্ষাৎকার