Skip to content

বর্তমানে খড়গপুরের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জাভেদ আহমেদ খান!

খড়গপুর অরিন্দম চক্রবর্তী : খড়গপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্দল প্রার্থী হিসেবে জিতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন ফিদা হুসেন। সেই কাউন্সিলর এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলেন এসোসিয়েশনের সম্পাদক জাভেদ আহমেদ খান। জাভেদ বাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি জোর করে বাজার থেকে অন্যায় ভাবে টাকা তুলছেন। এ বিষয়ে জাভেদ বাবু অ্যাসোসিয়েশনের অফিসের ১১ই মে সাংবাদিক সভায় বলেন মিথ্যা অভিযোগ করে তার নামে কলঙ্ক লেপনের চেষ্টা করা হচ্ছে। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন -আমি বহুদিন এই পদে রয়েছি কেউ কোনদিন আমার বিরুদ্ধে এই কুরুচিপূর্ণ মন্তব্য করেনি। কিন্তু প্রায় অশিক্ষিত অ্যাকাউন্সিলর আমার বিরুদ্ধে এই কুৎসিত মনগড়া মন্তব্য করছেন। সেই সঙ্গে ওনার এক পেটোয়া সাংবাদিক কে দিয়ে এই মিথ্যা খবর ও ছড়াচ্ছেন। হুমকি দিয়ে তিনি বলেন আগামী দিন দিনের মধ্যে উনি এ বিষয়ে ক্ষমা না চাইলে আমি মানহানির মামলা করব। পেঁয়াজ ও আলু গাড়ির জন্য গোল বাজারের ঢোকার মুখে যানজট পরার সঙ্গে সাংবাদিকদের এসোসিয়েশনের সম্পাদক রাজকুমার সাউ ও সম্পাদক জাভেদ আহমেদ খান বলেন ২০১১ সাল থেকে আমরা বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি বিকল্প জায়গা দেবার জন্য। ওনারা তিনটি জায়গার কথা যেমন খাটরাঙ্গা, মকরামপুর ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বলেন। আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জায়গা চাওয়ায় পার্কের অধিকর্তা ঢিলেমি করছে বলে আমরা বিকল্প জায়গা পাচ্ছি না। নিজেদের এত বড় জায়গা অধিগ্রহণ করার ক্ষমতা নেই তাই আমাদের চোখের সামনে এই দৃশ্য প্রতিদিন দেখতে হচ্ছে। এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক রাহুল কোচার, এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ গুপ্তা, সুনীল সিং, আখতাব হাসান, আজাহার হাসান, প্রাক্তন সভাপতি স্বরূপ মাইতি ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

Latest