নিজস্ব সংবাদদাতা : জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়। ঝাড়গ্রামের জামবনি থানার চিঁচিড়া বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায়। উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার জাল টিকিট, ছাপার মেশিন, কম্পিউটার। জানা গিয়েছে, নাগাল্যান্ডের লটারির নাম ভাঁড়িয়ে ঝাড়খণ্ড, বিহার, বাংলা জুড়ে চলছিল জাল লটারি কারবার। সেই জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়।তের নাম শেখ সাদেকুল হক আনসারি। তাঁর বাড়ি ঝাড়গ্রামের চিঁচিড়া এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।এই প্রসঙ্গে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারোয়ার বলেন, “এটি সরাসরি সংগঠিত আর্থিক প্রতারণা। বৈধ লাইসেন্স, কাগজপত্র কোনওটাই নেই। জাল লটারি ছাপানো, বিক্রি করা উভয়ই গম্ভীর দণ্ডনীয় অপরাধ।
ঝাড়গ্রামে জাল লটারি ছাপা খানার হদিশ!