Skip to content

দিল্লিতে সুবর্ণ রৈখিক পরিবারের মানবিক প্রয়াস!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : মানবিক মুখ নিয়ে দিল্লির একটি অন্ধ স্কুলের আবাসিক শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রেশনদ্রব্য তুলে দিলো দিল্লির সুবর্ণরৈখিক পরিবার। বুধবার সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক পরিবার আমারকার ভাষা, আমারকার গর্ব এর প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে বুধবার সুবর্ণ রৈখিক অববাহিকা জুড়ে রক্তদান, চারাগাছ রোপণ, জলসত্র,খাদ্যদ্রব্য প্রদান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই মানবিক কর্মসূচি। দিল্লির দি ব্লাইড ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটের জনা তিরিশেক শিক্ষার্থীদের জন্য চাল, চিনি ,আটা,সরিষা তেল,ম্যাগী,বিস্কুট ইত্যাদি দ্রব্য তুলে দেওয়া হলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে। এদিনের কর্মসূচিতে দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সমীর দণ্ডপাট, রনজিৎ পড়িহারি, প্লাবন ভূঁইয়া, সৌম্যজিৎ পতি,পবন বাসুরি সহ অন্যান্যরা। দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের এহেন উদ্যোগকে সুবর্ণ রৈখিক ফেসবুক গ্রুপের গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে স্বাগত জানিয়েছেন বিশ্বজিৎ পাল, মুরলীধর বাগ, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।

Latest