পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন বাবা। বাবার মৃত্যুর পর তাঁর পরিবর্তে জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ।এমন অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের ছেলে। বাবার ডেথ সার্টিফিকেট ছেলের নামে ইস্যু হওয়ায় বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন মৃতের পরিবার। ঘটনায় জেলাজুড়ে পড়ে গিয়েছে শোরগোল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রামের বাসিন্দা উত্তম নন্দী। পেশায় কৃষক উত্তম নন্দীর,পরিবার বলতে স্ত্রী ও দুই ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিষ খাওয়ায় গত বছর ১৭ নভেম্বর দুপুর নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা তাঁকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওইদিনই রাতেই মৃত্যু হয় উত্তম নন্দীর।মৃত উত্তম নন্দীর ছোটো ছেলে বলরাম নন্দী। তিনি জানান, বাবা মারা যাওয়ার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে চলতি বছরের ১৭ জানুয়ারি তাঁর মোবাইলে ম্যাসেজ আসে এবং একটি লিঙ্কও তার সঙ্গে দেওয়া হয়। মেসেজে বলা হয়, তাঁর বাবার ডেথ সার্টিফিকেট সাবমিট হয়ে গিয়েছে। মৃত উত্তম নন্দীর জায়গায় তার ছোটো ছেলে বলরাম নন্দীর নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।