Skip to content

ভারতের ইতিহাসে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পরিচিত "১৪ ফেব্রুয়ারি"

1 min read

নিজস্ব সংবাদদাতা : সারা বিশ্বে দিনটি উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এবং দেবী সরস্বতী পূজা  হিসেবে। এই দিনটিকে ভালোবাসা দিবস বলা হয়ে থাকে। দিনটি উদযাপন করা হয় কাছের মানুষদের উদ্দেশ্যে। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা এখনও পর্যন্ত ভারতীয়দের মন- মস্তিষ্কে সতেজ হয়েছে। রাত পোহালেই সেই দিন, যে দিনটি ভারতের ইতিহাস ‘কালো দিবস’ হিসেবে মেনে নিয়েছে। কারণ এই দিনেই প্রায় চার বছর আগে ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক। শহীদদের মর্মান্তিক পরিণতি, তাদের আত্মবলিদানের কাহিনী চোখ ভিজিয়েছিল গোটা দেশের।

১৪ ফেব্রুয়ারি ছাড়াও ভারতের বুকে আরও বেশ কয়েকটি দিনে ‘কালো দিবস’ পালন করা হয়। আর তার পেছনে রয়েছে এমন কিছু ঘটনা যেগুলি ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া সম্ভব নয়।চার বছর আগে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ জাওয়ানদের ৭৮ টি বাসের কনভয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। জম্বু থেকে ওই বাসগুলি করে ২৫০০ জন সিআরপিএফ জওয়ান শ্রীনগরে যাচ্ছিলেন। সেই সময় জম্বু ও কাশ্মীরের পুলওয়ামায় জাওয়ানদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণের জেরে নিহত হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনাটিতে সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমেছিল। ভারতের সীমা রক্ষাকারী জাওয়ানদের এই করুণ পরিস্থিতি মেনে নিতে পারেনি গোটা দেশের মানুষ। সেদিন চোখের জলে সামনের পথ ঝাপসা দেখেছিলেন সেই ৪০ জন নিহত জাওয়ানের পরিবারসহ গোটা দেশবাসী।

Latest