Skip to content

মহাকুম্ভের মেলাপ্রাঙ্গনে ঘটে আবার অগ্নিসংযোগের ঘটনা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রাণ গেছে বহুজনের। মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভতে যোগ দিতে গিয়ে একের পর এক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এবার সেই ঘটনার ২৪ ঘন্টা পার হতে না হতে মারাত্মক আগুন লাগলো কুম্ভমেলা চত্বরে। জানা যায়, সোমবার কুম্ভমেলার সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটে অগ্নিসংযোগের ঘটনা। পুড়ে খাঁক হয়ে যায় কত গুলি তাঁবু। যদিও কী ভাবে আগুন ছড়াল তাঁবুতে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দ্রুত দমকলবাহিনী পৌঁছে যাওয়ায়,সেরকম ক্ষয় ক্ষতি বা প্রাণ হানির ঘটনা ঘটেনি। কিন্তু গত এক মাসে কুম্ভমেলায় একের পর এক অগ্নিকাণ্ড দেখা গিয়েছে। বার বার এমন ঘটনায় পরীক্ষার মুখে পড়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের ভূমিকাও। ঘটনাটি সম্পর্কে প্রয়াগরাজে দায়িত্বে থাকা মুখ্য দমকল আধিকারিক প্রমোদকুমার শর্মা বলেন,"একটি জায়গায় ‘ছোট’ আগুন লেগেছিল। কিছু ক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়েছে।"

Latest