নিজস্ব সংবাদদাতা : প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় সমাবেশে, কোটি কোটি মানুষ, ভারতীয় এবং বিদেশী উভয়ই মেলায় অংশ নিতে জড়ো হয়। রবিবার বিকেলে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। মুহূর্তে বেশ কিছু তাঁবুও আগুনের গ্রাসে চলে যায়। উপস্থিত লোকজনের কথায় প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে এই আগুন লাগতে পারে। কিন্তু হঠাৎ আগুন লেগে যাওয়ার ফলে প্রায় পঞ্চাশটির বেশিরও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। ইতিমধ্যে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।