Skip to content

কেশপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটে পুড়ল বাড়ি-গোয়ালঘর, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন গরুর

নিজস্ব সংবাদদাতা : কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের ঝেঁটা জাম্বোনি বুথ এলাকায় গত কাল রাত প্রায় ১২টা নাগাদ বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় শেখ সামসের আলীর বাড়িতে আগুন লেগে ঘর সহ গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় তিনটি গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ মিটারে শর্ট সার্কিট হওয়ার পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ হাসানুজ্জামান বলেন, “এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দল রয়েছে। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি ব্যক্তিগত ও প্রশাসনিক স্তরে পরিবারটির পাশে থাকার জন্য।” অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শেখ সামসের আলী ছেলে সেখ সোনাবুল বলেন,
“রাতের বেলায় ঘুমাচ্ছিলাম। আনুমানিক সাড়ে 12টা নাগাদ গরুগুলো তীব্র আওয়াজে ঘুম ভেঙে দেখি আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। আমার তিনটা গরু পুড়ে মারা গেছে, ঘরবাড়িও নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রশাসন ও সকলের সাহায্য চাই।” ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

Latest