Skip to content

বেলুচিস্তানে প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার!

নিজস্ব সংবাদদাতা : লিঙ্গ ও ধর্ম যে দেশে পাহাড়প্রমাণ বাধা তৈরি করে, সেই বালুচিস্তানে প্রথম হিন্দু মহিলা হিসেবে নজির গড়লেন ২৫ বছরের কাশিশ চৌধুরী। তিনি বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই প্রদেশের সহকারী কমিশনার হয়েছেন। চাগাই জেলার প্রত্যন্ত শহর নোশকির বাসিন্দা কাশিশ মহিলাদের জন্য কিছু করার স্বপ্ন দেখেন। তিনি কাজ করতে চান প্রান্তিক মানুষের জন্য। কাশিশের পড়াশোনার মূলে রয়েছে এই ভাবনা। এবার তা সফল হবে। কাশিশের প্রচেষ্টা ও লেগে থাকার প্রশংসা করে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘কাশিশ বালুচিস্তান ও জাতির গর্ব।’ কাশিশকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ পদে পৌঁছোন তখন তা সত্যি-ই গর্বের। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চৌধুরী বলেন, তিন বছর ধরে ধারাবাহিকভাবে পড়াশোনা করে, দিনে কমপক্ষে আট ঘন্টা প্রস্তুতির জন্য নিবেদিতপ্রাণ, যার ফলে তিনি এই সাফল্য অর্জন করতে পেরেছেন। "শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং সমাজে অবদান রাখার আকাঙ্ক্ষা আমাকে এই যাত্রায় চালিত করেছে," তিনি আরও বলেন। কশিশ চৌধুরীর বাবা গিরিধারী লাল গণমাধ্যমের কাছে তার মেয়ের প্রতি গর্ব প্রকাশ করেছেন। একজন মধ্যম স্তরের ব্যবসায়ী লাল বলেন, "এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমার মেয়ে তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে একজন সহকারী কমিশনার হয়েছে।

Latest