Skip to content

কলকাতা থেকে ইন্ডিগোর ৯২ ফ্লাইট বাতিল!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  অপারেশনাল সমস্যায় জর্জরিত ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো। পাঁচ ডিসেম্বর পর্যন্ত, অন্তত ৬০০টি বিমান বাতিল হয়েছে। যার প্রভাব পড়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গোয়া, কলকাতা সহ দেশের প্রায় সব বড় বিমানবন্দরে। শুক্রবার দিল্লি বিমানবন্দর জানিয়েছে, মাঝরাত পর্যন্ত, সমস্ত বিমানের উড়ান বাতিল। জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক, সিভিল এভিয়েশন ডিরেক্টরেট-জেনারেলের সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, বিকেল তিনটা পর্যন্ত বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত, কলকাতা বিমানবন্দরে অন্তত ৯২টি বিমান বাতিল করা হয়েছে। উড়ান, অবতরণে বিলম্ব হয়েছে ৩২০টি বিমানের। কেবল পাঁচ তারিখেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, এমন ৮টি বিমান বাতিল হয়েছে। বিলম্ব হয়েছে ১২টি বিমান। উড়ান শুরু করার কথা ছিল, অথচ বাতিল ১৮টি বিমানের, বিলম্ব ১৩টি বিমানের। কেউ ক্ষোভে ফেটে পড়েছেন, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এক যাত্রীর কথায়, ‘১২ ঘণ্টা হয়ে গেল। প্রতি ঘণ্টায় বলা হচ্ছে এক ঘণ্টা দেরি, দু’ঘণ্টা দেরি। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম, কিন্তু লাগেজটাই পাইনি। কোনও পরিষ্কার তথ্য দিচ্ছে না।

এখনকার মধ্যে সবচেয়ে খারাপ এয়ারলাইন। বুঝতে পারছি না নতুন যাত্রী নিলেও লাগেজ কোথায় জমা করছে!’আরেক যাত্রীর কথায়, বারবার ফ্লাইট পিছোচ্ছে। কোনও পরিষ্কার বক্তব্য নেই।’ অন্য এক যাত্রী বলেন, ‘১৪ ঘণ্টা ধরে বসে আছি। কোনও খাবারের কুপন নেই, কোনও সহায়তা নেই। কানেক্টিং ফ্লাইটও বাতিল হয়ে গেছে। মানুষ চেঁচাচ্ছে, কিন্তু কর্মীরা কোনও নির্দেশ দিতে পারছে না। জরুরি পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ নেই তাদের।

বিমান পরিবহন মন্ত্রক শনিবার সন্ধ্যায় ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। পাশাপাশি ওই বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলেছে। সূত্রগুলি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ মালিকানাধীন ইন্ডিগো-র উপর আর্থিক জরিমানা চাপানো হচ্ছে।

Latest