নিজস্ব সংবাদদাতা : রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে।নিজের গাড়িতে করে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামে বাড়ি ফিরছিলেন বনমন্ত্রী। তখনই গির্জা মোড়ে টোটো হঠাৎ গাড়ির সামনে চলে আসে এবং উলটে যায়। একটু ধাক্কাও লাগে তারপর। কিন্তু তার ধাক্কায় গাড়ির ভিতরে থাকা মন্ত্রী আহত না হলেও এক শিশু–সহ টোটোর তিন যাত্রী আহত হন।তাঁদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন মন্ত্রী নিজেই। গাড়িতে তাঁর মা চুনীবালা হাঁসদাও ছিলেন। মন্ত্রীর গাড়ির চালকের দিকের লুকিং গ্লাস ভেঙে যায়। এর পরেই মন্ত্রী গাড়ি থেকে নেমে দ্রুত ওই মা ও শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। তিনিও প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন।
