Skip to content

নথি জাল করে নিয়োগে এবার পূর্ব মেদিনীপুরে গ্রেফতার প্রাক্তন DI চাপেশ্বর সর্দার!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : সুপারিশপত্র জাল করে নিয়োগ দুর্নীতি মামলায় পূর্ব মেদিনীপুরেরর প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক ও হাটুয়া খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল CID। বুধবার পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সরদার ও ওই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়াকে গ্রেফতার করে CID।অভিযোগ, তমলুকের হাটুয়া খামারচক হাই স্কুলে ২০১৮ সাল থেকে কম্পিউটার অ্যাপলিকেশনের শিক্ষক হিসাবে চাকরি করছেন শুভেন্দু হাটুয়া। গত ১ ডিসেম্বর CID-কে ওই শিক্ষকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে FIR দায়ের করতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। FIR দায়ের করেন জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র। গত ৯ ডিসেম্বর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তদন্তে যান গোয়েন্দারা। জেরা করা হয় দফতরের কর্মীদের।ওদিকে স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া দাবি করেন ২০১৮ সালে হাইকোর্টের নির্দেশেই নিয়োগ পেয়েছিলেন শুভেন্দু হাটুয়া। ওদিকে FIR দায়েরের পর থেকে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত ‘শিক্ষক’। বন্ধ হয়ে যায় ফোন।সূত্রের খবর, ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চাপেশ্বর সর্দার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অবসর নেন। পশ্চিম মেদিনীপুর জেলার আগে তিনি পূর্ব মেদিনীপুর জেলার ডিআই ছিলেন। পশ্চিম মেদিনীপুরের আগে তিনি নিজের জেলা পূর্ব মেদিনীপুরে ডিআই ছিলেন। ওই জেলাতেই বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে। বুধবার রাতে নিজের বাড়ি থেকে তাঁর সিআইডি গ্রেফতার করে।

Latest