Skip to content

সাতসকালে খড়গপুরে শুটআউট!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। সাতসকালে খড়গপুরে শুটআউট। তৃণমূল নেতা রঞ্জিত সাঁক্রের পা লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। খড়গপুরে রেলওয়ে ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সরকার। জানা গিয়েছে, সকালে বাচ্চাকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী রঞ্জিত সাঁক্রে। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপর তাঁকে বাইক থেকে নামিয়ে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, ৫ দুষ্কৃতী মিলে হামলা চালায়। আহত নেতাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কে বা কারা গুলি চালাল, কারাই বা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

Latest