Skip to content

নেপালের পর ফ্রান্সেও ভয়াবহ বিক্ষোভ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ বিক্ষোভ,প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিরোধীরা। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়েন লেকোরুঁ-র নাম ঠিক করতেই দেশ জুড়ে অবরোধ শুরু করেন প্রতিবাদী জনতা।

প্যারিসে ব্যাপক জনতা-পুলিশ সংঘর্ষ বাধে।বুধবার সাধারণ মানুষ গণঅবরোধের ডাক দিয়েছিলেন। তাতে প্রায় কয়েক লক্ষ মানুষ জমায়েত হন। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয়েছে ৮০ হাজার পুলিশকর্মী। বহু জায়গায় উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শয়ে শয়ে প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্রান্সে BloquonsTout আন্দোলনের এই দিনে পুলিশ ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে।

Latest