Skip to content

প্রয়াত অতনু চক্রবর্ত্তীর স্মৃতির উদ্দেশ্যে চোখ পরীক্ষা শিবির!

1 min read

অপূর্ব মজুমদার : ২২ ডিসেম্বর অর্থাৎ রবিবার প্রয়াত অতনু চক্রবর্ত্তীর স্মৃতির উদ্দেশ্যে খড়্গপুর মালঞ্চ যুব সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচার চিহ্নিতকরণ শিবির সম্পন্ন হলো । চোখ পরীক্ষা করেন হলদিয়া চৈতন্যপুরের নেত্র নিরাময় নিকেতনের ডঃ হিমাদ্রী কার্জি ও ডঃ সৌমিত্র মাইতির নেতৃত্বে ২১ জনের টীম। শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, অসীম নাথ, দেবাশীষ চৌধুরী, বি হরিশ কুমার, সুবীর সেন প্রমুখ। ছিলেন স্বপন সিনহা, সৌমেন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিবাকর চক্রবর্তী, সুদীপ্ত ব্যানার্জী, বাবু রেড্ডি, অমল দাস, ছোটু কুন্ডু, মহুয়া চ্যাটার্জি, মৌসুমী ব্যানার্জী, তৃপ্তি চ্যাটার্জি প্রমুখ। শিবিরে মোট ৩১০ জনের চোখ পরীক্ষা করা হয়। ১৩৫ জনের ছানি ধরা পড়ে। আগামী ৮ই, ১০ই ও ১৪ই জানুয়ারি চোখ অপারেশন করা হবে।

Latest