পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : টাকা পয়সার অভাবে অনেকেই পাননা সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান । এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে । সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল। শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে।সহায়তায় রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় CAC টিম ।রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষা ডা: জয়শ্রী লাহা শিবিরের শুভ সূচনা করেন।সাউথ ইস্টার্ন রেল হাসপাতালের চিকিৎসক ড: নম্রতা মাইতি MBBS ( জেনারেল ফিজিশিয়ান ) ও ড: রাহুল ব্যানার্জি MBBS ( জেনারেল ফিজিশিয়ান ) নেতৃত্বে শতাধিক ছাত্রী এবং শিক্ষক এবং শিক্ষা কর্মীগণ শিবিরে নিজের স্বাস্থ্য পরীক্ষা করাণ।এছাড়াও আজকের শিবিরে উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয় অধ্যাপিকা ডা: রেশমি মুখার্জী , অধ্যাপিকা ডা: গার্গী রায় ,অধ্যাপিকা ডা: শুতনুকা পাল সহ বহু অধ্যাপক ও অধ্যাপিকা গণ। শালবীথি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা , দীপান্বিতা খান , দেবলীনা চ্যাটার্জী , ডালিয়া মুখার্জী, অর্পিতা অধিকারী ,ইলোরা মাইতি ও মধুমতি শীল। ফলে এভাবে যদি সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় তাহলে উপকৃত হবেন।