Skip to content

মেদিনীপুর শহরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানা উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা  : মেদিনীপুর শহরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানা, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই সংস্থা সামাজিক কাজে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানের ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার অর্থাৎ ২৫শে অগাস্ট মেদিনীপুর শহরের তোরাপাড়া মহাল্লা প্রাথমিক বিদ্যালয়ে ইচ্ছেডানার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি, মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্র ও জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান সভা (১ নং ও ২নং ওয়ার্ড) এর সহযোগিতায় বিনামূল্যে সার্বিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ নির্ণয়, রক্তের সুগার নির্ণয় ও সাধ্যমতো ঔষধ প্রদান শিবির সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। এই শিবিরে মেদিনীপুর শহরের বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন। এলাকার সকল নাগরিকবৃন্দ এবং মা ও শিশুদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এই স্বাস্থ্য শিবিরে প্রায় ২৫০ জন পরিসেবা নিয়েছেন। সংগঠনের নেতৃত্ববৃন্দের ও স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করে হয়েছে।

Latest