Skip to content

মেদিনীপুর শহরে অবস্থিত বিবিগঞ্জ স্কুল বাজার এলাকায় স্বামী ওমকারনাথ দেব আশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের ইন্ডিয়া ফার্মাসি ও পলিক্লিনিক এসোসিয়েশটস কর্তৃপক্ষের উদ্যোগে এবং মেদিনীপুর সদর ব্লকের বিবিগঞ্জ এলাকায় স্বামী ওমকারনাথ দেব আশ্রমে , কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো আশ্রমের বয়স্ক সেবক সেবিকাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। অত্যন্ত নৈপুণ্য তার সাথে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।কর্মসূচিতে সবাইকে স্বাগত জানান প্রধান সম্পাদক তাপস দে ।

এছাড়াও ছিলেন সভাপতি সুকুমার মুখার্জি এবং কোষাধ্যক্ষ ধীর শংকর সিনহা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী, জেলা আইনি পরিষেবা দফতরের অধিকার মিত্র পিয়ালী মোদক, এক্স এক্সিকিউটিভ মনিটর অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ফার্মাসিস্ট এ কে মোদক, বিশিষ্ট ফার্মাসিস্ট প্রযুক্তা দাস।বিশিষ্ট সমাজকর্মী নীলিমা দাস প্রমুখ।স্বাস্থ্য পরীক্ষা করেন মেদিনীপুর মেডিকেল কলেজের স্বনামধন্য চিকিৎসক ডাঃ সুভাষ রঞ্জন মন্ডল, কলকাতা মেডিকেল কলেজের দন্ত চিকিৎসক ডাঃ সুমন সিং।বিশেষ সহযোগিতায় ছিলেন কলকাতার বি পি পোদ্দার হাসপাতালের সুভাষ মানা ।স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসরা রোগীদের রোগ নির্ণয় এবং ভবিষ্যতে সুস্বাস্থ্যকর জীবন যাপন কিভাবে করবে, তার জন্য ডাক্তার বাবুরা মূল্যবান উপদেশ দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেন।

Latest