Skip to content

শিক্ষার প্রগতি বাড়াতে বিনামূল্যে গ্রামে গ্রামে একল অভিযান কর্মসূচি!

নিজস্ব প্রতিবেদন : শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপীবল্লভপুর ১ ব্লকের বাগডিহাতে পাঁচ দিনের আচার্য্যা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি।সংগঠনের সাতমা সঞ্চের ৩০ টি স্কুলের আচার্য্যাদের নিয়ে পাঁচ দিবসীয় আচার্য্যা প্রশিক্ষণের সমাপ্তি হয় রবিবার। ৩০ টি স্কুলে মোট ১০০০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের বিনামূল্যে শিক্ষা প্রদান করেন আচার্য্যারা। উপস্থিত ছিলেন সাতমা সঞ্চের সভাপতি সত্যবান বাগ,সাতমা সঞ্চ সমিতির সদস্য চন্দ্রশেখর সাউ, পশ্চিম মেদিনীপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রমুখ দীপ্তি মাইতি সহ অন্যান্যরা। শিক্ষার পাশাপাশি বাচ্চাদের মধ্যে মহাভারত ভাগবত গীতা পড়ানো হয়।উল্লেখ্য,একল অভিযানের প্রতিষ্ঠা হয় ১৯৮৮ সালে বিহারের গুমলা অঞ্চলে। ফ্রেন্ডস অফ সোসাইটি পরিচালিত একল অভিযানের মাধ্যমে পঞ্চশিক্ষা দ্বারা সারা ভারতবর্ষে এক লক্ষ ত্রিশ হাজার একল বিদ্যালয় চলছে। ৩০ টি বিদ্যালয় নিয়ে একটি সঞ্চ এবং তিনটি সঞ্চ নিয়ে একটি সংকুল এবং চারটি সংকুল নিয়ে আমাদের অঞ্চল,পশ্চিম মেদিনীপুর। সাতমা সঞ্চ সমিতির সদস্য চন্দ্রশেখর সাউ বলেন, একল অভিযানের মাধ্যমে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া গ্রাম এবং যেখানে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি সেই সকল গ্রামগুলিতে আমাদের অভিযান। একজন আচার্য্য দ্বারা পরিচালিত স্কুল তাই একল বিদ্যালয় নামে পরিচিত। এই স্কুলে ছোট ছোট বাচ্চাদের নৈতিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার মাধ্যমে মনের মধ্যে দেশ ভক্তি জাগ্রত করা এর প্রধান উদ্দেশ্য। আজকাল ছেলেদের মন থেকে ভক্তি শ্রদ্ধা দেশপ্রেম ধীরে ধীরে লোপ পেতে বসেছে। ধীরে ধীরে সমাজ কলুষিত হচ্ছে তাই একল অভিযানের মাধ্যমে সুস্থ সবল সমাজ গ্রাম এবং স্বাবলম্বী ভারত গড়ে তোলার লক্ষ্য। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা প্রমুখ দীপ্তি মাইতি বলেন, এই একল শিক্ষা অভিযান প্রত্যেকটি গ্রামের সাধারণ ছাত্র ছাত্রী থেকে অভিভাবক ও বয়স্কদের নিয়ে ভারতীয় সংস্কৃতির শিক্ষা ব্যবস্থা প্রদান করে। ছোটদের যেমন পাঠদানের পাশাপাশি আধ্যাত্বিক চেতনায় উদ্বুদ্ধ করা হয়। সেইসঙ্গে গ্রামের বড়দের একত্রিত করে রামায়ণ মহাভারত পাট করানো হয়।

Latest