নিজস্ব সংবাদদাতা: কথায়-গানে-কবিতায় আলোচনার মধ্য দিয়ে পাঁশকুড়া কলেজের নবাগত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে আজ ছাত্র সংগঠন AIDSO' র পক্ষ থেকে অন্য ধারায় নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করে। নবীন বরণে আগত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে স্বাগত ভাষণ দেন কলেজ কমিটির সভাপতি সরণজিত মাইতি। ছাত্রছাত্রীদের গানে, কবিতায় এবং তাদের আঁকা ছবির মধ্য দিয়ে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। নবাগত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে এবং বর্তমান সময়ে শিক্ষার উপর নেমে আসা আক্রমণ প্রতিরোধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন AIDSO' র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অভিষেক দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন AIDSO'র পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সম্পাদক বিদিশা জানা,জেলা অফিস সম্পাদক অনিন্দিতা দাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ কমিটির সম্পাদক সহিষ্ণুতা মাজি এবং সহ সম্পাদক রূপম জানা।