Skip to content

আজ শুক্রবার SUCI-র ডাকা ১২ ঘণ্টার বন্ধ চলছে, কলকাতা-সহ বাংলার জেলায়!

নিজস্ব প্রতিবেদন :   ১৪ই অগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেমেছেন। একদিকে রাজ্যজুড়ে এসইউসিআই (SUCI)-এর ধর্মঘট কর্মসূচি। অন্যদিকে বিজেপির শ্যামবাজারে ধরনার আগেই আরজি কর হাসপাতালের পুলিশ মোতায়েন করা হল বাড়তি। অন্যদিনের থেকে কিছুটা অতিরিক্ত বাহিনী প্রস্তুত করা হয়েছে আরজি কর হাসপাতালের বাইরে। সেখানে আইপিএস পদমর্যাদা অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সকলেই নিরাপত্তার নজরদারি চালাবেন।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার জনজীবন স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না।

এদিকে আরজি করে হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গুন্ডাদের পাঠিয়েছেন। তিনি মনে করেন তিনি বিশ্বের সব থেকে শেয়ানা মানুষ। কেউ তাঁর ধূর্ত চাল ধরতে পারবেন না যে তিনিই আন্দোলনকারীদের সঙ্গে গুন্ডাদের মিশিয়ে দিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে হামলা চালিয়েছেন।’

১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সকাল ছ'টা থেকেই শুরু হয় বিভিন্ন স্থানে পিকেটিং। ছ নম্বর জাতীয় সড়কে দেউলিয়ায় সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ১১৬ বি জাতীয় সড়কের রামতারকে, হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাঁচ মাথার মোড়ে, হলদিয়া-মেছেদা রাজ্য সড়কে মানিকতলা নোনাকুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ময়না-নিমতৌড়ি-মানিকতলা- হলদিয়ার দুর্গাচক-চৈতন্যপুর পাঁশকুড়া প্রভৃতি স্থানে পিকেটিং চলছে। বেসরকারি বাস চলছে না বললেই চলে। ট্রেন চললেও যাত্রীর সংখ্যা খুবই নগণ্য। এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক সারা জেলা জুড়ে সাধারণ ধর্মঘট সফল করবার জন্য জেলা বাসীকে অভিনন্দন জানান।

শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ুতে বনধ সমর্থকরা রাস্তায় নামেন। একইভাবে বিক্ষোভ চলে দক্ষিণ বারাসতেও। জয়নগর স্টেশনের কাছে ওভারহেডের তারে কলাপাতা দিয়ে দেওয়ার কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

Latest