Skip to content

"গঙ্গাখালি খাল" সংস্কারের কাজ পরিদর্শনের সময় জেলা শাসকের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার ,তারপরও নির্মাণকার্য চলছে জোরকদমে!

1 min read
গঙ্গাখালি খালের রাজগোদা মৌজায় বিন্দুবাসিনী ক্লাবের খাল সংলগ্ন অংশে গত শুক্রবার জেলা শাসকের পরিদর্শনের পরও শনিবার ড্রিল করে কনস্ট্রাকশনের কাজ হয়েছে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : তমলুক মহকুমার গঙ্গাখালি খাল সংস্কারের কাজে শ্লথ গতি এবং নানা ধরনের বিপত্তির বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জেলা শাসক,সেচ দপ্তরের জেলা আধিকারিকের নিকট অভিযোগ জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জেলা শাসক,মহকুমা শাসক,শহীদ মাতঙ্গিনী ব্লকের বি ডি ও,সেচ দপ্তরের এস ডি ও গঙ্গাখালি খাল পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় দেখেন,গঙ্গাখালি খালের ভেতর একটি অবৈধ নির্মাণ হচ্ছে,সেই পরিপ্রেক্ষিতে জেলা শাসক সেচ দপ্তরের এস ডি ও কে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এছাড়াও যারা খাল সংস্কারের কাজে বাধা দেবে,তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনতঃ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন জেলা শাসক। কিন্তু তারপরও শনি ও রবিবার ওই খাল সংলগ্ন এলাকায় চট ঘিরে,ড্রিল করে চলছে জোর কদমে কাঠামো তৈরী বা তা রক্ষা করার কাজ। যদিও সেচ দপ্তর এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে ওই খাল সংস্কারের বিষয়ে আজ তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলে ডাকা হয়েছে সর্বদলীয় মিটিং। পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,জেলা প্রশাসনের উপরোক্ত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ বিষয়ে আজ জেলা ও মহকুমা শাসক,ব্লক উন্নয়ন আধিকারিক এবং সেচ দপ্তরের এস ডি ও'কে এখনো কাঠামো তৈরীর কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ছবি সহ রিপোর্ট পাঠানো হয়েছে। আমরা চাই অবিলম্বে জেলা ও সেচ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আগামী বর্ষার পূর্বে সেচ দপ্তরের কাটিং চার্ট অনুসারে বেশি সংখ্যক মেসিন নামিয়ে দ্রুত খাল সংস্কার করুক।

শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর- দুই গ্রাম পঞ্চায়েতের সোনাপেতা মৌজায় গঙ্গাখালি খালে গত শুক্রবার জেলা শাসকের পরিদর্শনের পরও পূর্ণেন্দু অধিকারীর ঘরের নীচের অংশে চট ঘিরে কন্সট্রাকশনের কাজ চলছে।

Latest