Skip to content

গণ ভাই ফোঁটার আয়োজন করলেন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ,উপস্থিত মহামেডান ক্লাবের খুদে ফুটবলাররা!

নিজস্ব সংবাদদাতা : আজ ভাতৃ দ্বিতীয়ার শুভ প্রাক্কালে এক বিশেষ উদ্যোগ নিলেন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই।আজকের এই বিশেষ দিনে তিনি স্থানীয় এক অ্যাপার্টমেন্টে গণ ভাই ফোঁটার আয়োজন করেন।আমন্ত্রিত ছিলেন সমস্ত ওয়ার্ডবাসী সহ এই ওয়ার্ডের অন্তর্গত নসীব ক্লাব,মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।তিনি এই অনুষ্ঠানে চলতি বছরে মহকুমা কাপ এর দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ জয়ী ক্লাব তথা এই ওয়ার্ডের অন্তর্গত মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর এর অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলারদের ফোঁটা দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে ছোট উপহার তুলে দেন।সেই সঙ্গে লীগ জয়ের খুশিতে মহামেডান ক্লাবের সেক্রেটারি সেক আজহার উদ্দিন ও ফাইন্যান্স সেক্রেটারি সেক আরমান এর উদ্যোগে এই ক্লাবের পক্ষ থেকেও মিষ্টি মুখ করানো হয় উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর,ওয়ার্ড সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লিপি বিষই,ওয়ার্ড সভাপতি অরুন চৌধুরী,যুব সভাপতি তথা মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর এর সম্পাদক সেক আজহার উদ্দিন সহ এই ওয়ার্ডের বিভিন্ন সক্রিয় কর্মীবৃন্দ।আজকের এই অনুষ্ঠানের ফলে যথেষ্ট খুশি ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের সদস্য সহ মহামেডান ক্লাবের খুদে ফুটবলারও।
অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর লিপি বিষই বলেন-"আসন্ন বিধানসভা উপ-নির্বাচনে মেদিনীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আমাদের দলের জেলা সভাপতি মাননীয় সুজয় হাজরা মহাশয় এর নির্দেশে আমাদের আজকের এই ছোট্ট আয়োজন।ওয়ার্ডের বিভিন্ন ক্লাব সহ মহামেডান ক্লাবের খুদে ফুটবলারদের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানাতে পেরে বেশ ভালো লাগছে"।

অন্যদিকে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর এর সম্পাদক সেক আজহার উদ্দিন জানান-"আমাদের ওয়ার্ডে কোনও কাউন্সিলর এর এই প্রথম এইরকম উদ্যোগ দেখে আমরা সত্যিই খুব আনন্দিত ও গর্বিত।তিনি কাউন্সিলর হওয়ার পর থেকে ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ওয়ার্ডের যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন,যার জন্য আমরা যথেষ্ট আনন্দিত"।

Latest