নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর দেশ বিদেশের বহু পুণ্যার্থীর সমাগম ঘটে গঙ্গাসাগর মেলায়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার! গঙ্গাসাগরে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের গঙ্গাসাগর মেলাকে জীবনের অনন্য অভিজ্ঞতা করে। বহুদিন আগে থেকেই সব রকমের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন বয়স্ক পুণ্যার্থী। তাঁদের এমআরবাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গাসাগর মেলায় রবিবার প্রথমে ঠাকুর দাস নামে বছর সত্তরের বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এসেছেন উত্তরপ্রদেশ থেকে। তাঁকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টার এম্বুলেন্সে পাঠানো হয় হাওড়া ডুমুরজলা হেলিপ্যাডে।
দুপুরে মহারাণী মন্ডল নামে, ৮৫ বছরের বৃদ্ধাকে হেলিকপ্টারে পাঠানো হয় হাওড়ায়। ক্যানিং-এর বাসিন্দা মহারানীকে হেলিকপ্টার থেকে নামিয়ে দ্রুত এমআরবাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঠান্ডা ও উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। বিহার থেকে আগত বয়স্ক মানুষ গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানো হলো এম .আর .বাঙুর হাসপাতালে ।