নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি মেদিনীপুর জেলা স্বেচ্ছাসেবক রক্তদাতা ফোরাম-জেলা নগর ইউনিট উদ্যোগে রক্তদান আন্দোলনে আরোও বেশি গতি আনতে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে জরুরি আলোচনা সভা করা হয়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে। সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস একে অপরের পাশে দাঁড়াবার পরামর্শ দিয়েছেন। উপস্থিত ছিলেন সংঠনের জেলা সভাপতি অসীম ধর, ডিস্ট্রিক্ট আরবান ইউনিটের সম্পাদক মৃত্যুঞ্জয় সামন্ত, জগদীশ শাসমল ও ঘাটাল মহকুমার রেডক্রশ সোস্যাইটির শুভদীপ সিংহ রায় প্রমুখ। শুভদীপ বলেন রেড ক্রস সোসাইটি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন, যাদের দেশজুড়ে ১১০০ টিরও বেশি শাখা ছড়িয়ে রয়েছে। তারা দেশের যে কোনো সঙ্কট কালে এগিয়ে এসে পরিষেবা দেয়। সুমন বিশ্বাস বলেন, মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা,উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে। এর ফলে আগামী দিনে মানুষের দূর্ভোগ অনেক কম করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।