নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ২৩শে মে ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুলদান শিবিরে ক্যান্সার রোগীদের জন্য চুল দানে এগিয়ে এলেন ঘাটাল যোগোদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্নেহা মন্ডল। ঘাটাল ব্লকের প্রতাপপুরে বাড়ি তার। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় প্রমুখ। স্নেহা বলে, তার অনেক দিনের ইচ্ছে ছিল চুল দান করার, তাই সে খুব খুশি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়, এই ছোট্ট বোন চুল দান করায় খুব ভালো লেগেছে।