Skip to content

১১ বছরের ষষ্ঠ শ্রেণির নাবালিকা স্কুলছাত্রীর নাবালিকাকে শ্লীলতাহানি,অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তি দিল ঘাটাল মহকুমা আদালত!.

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছিলো ঘাটাল মহকুমার দাসপুর থানার সিংহচক গ্রামের ২০১৮ সালের ৩রা এপ্রিল । সকালে ঘাটাল মহকুমার দাসপুর থানার সিংহচক গ্রামের বাসিন্দা জোৎভগবান স্কুলে ১১ বছরের ছাত্রী টিউশনি পড়তে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় নাবালিকা ছাত্রীকে পাঁচশো টাকার প্রলোভন দেখিয়ে জোৎভগবান হাই সস্কুলের পাঁচিলের পাশে যৌন নিগ্রহ সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত।ধৃতকে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হলে আদালত চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা ফাইন করে। অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেন ঘাটাল মহকুমা আদালতের জজ ময়ূর মুখোপাধ্যায়।

Latest