Skip to content

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধী মিশন ট্রাস্টের উগ্যোগে অঙ্কন প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস।বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।

অঙ্কন প্রতিযোগিতা প্রায় ১৩০ ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।অঙ্কন প্রতিযোগিতায় দাসপুর উচ্চ বিদ্যালয়, দাসপুর প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বালিকা বিদ্যালয় ছাড়াও ঘাটাল ও আশেপাশের বহু জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম পাঁচজনকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে স্বামীজির আদর্শ, দেশপ্রেম ও মানবপ্রেমের বাণীকে আরও গভীরভাবে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Latest