নিজস্ব সংবাদদাতা : ২৪শে মে শনিবার ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুলদান শিবিরে ক্যান্সার রোগীদের জন্য চুল দানে এগিয়ে এলেন ঘাটাল দাসপুরের বাসুদেবপুরে বাড়ি ও নার্সিং কলেজের শিক্ষার্থী তমালিকা চক্রবর্তী। তিনি হাওড়াতে একটি নার্সিং কলেজের শিক্ষার্থী । শনিবার ঘাটাল রেডক্রশ সোস্যাইটিতে নিজের বাবা ও মায়ের সাথে এসে নিজের মাথার চুল দান করে গেলেন ক্যানসার আক্রন্ত মহিলাদের কথা ভেবে। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় প্রমুখ। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, খুব ভাল লাগলো ছাত্রীটির এই সামাজিক চেতনা দেখে।