Skip to content

ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুলদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুলদান শিবিরে ক্যান্সার রোগীদের জন্য চুল দানে এগিয়ে এলেন ঘাটাল দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা মৌসুমী দিগপতি।এই জেলার অনেকেই চুল দান করেছেন ক্যানসার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে। চুল নিয়ে অনেক স্বপ্ন থাকে মহিলাদের, চুল দানের ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় পরিবার থেকে আত্মীয়-স্বজন। ভূগোলের শিক্ষিকা মৌসুমী বলেন, তার ইচ্ছে ছিল ক্যান্সার রোগীদের জন্য চুলদান করার। ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোটা আমার কাছে নেশার মতো ছিল। অনেককেই দেখতাম রক্তদানের মধ্যে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু আমি শারীরিক কারণে রক্তদান করতে পারিনি কখনও। ফলে মনের ভিতরে একটা আক্ষেপ থেকে গিয়েছিল। চুল দান করার পর থেকে কিছুটা হলেও সেই আক্ষেপটাকে ঝেড়ে ফেলতে পেরেছি। মানুষের জন্য কিছু একটা করতে পারলাম মনে হচ্ছে। তিনি আনন্দিত। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়, খুব ভালো লেগেছে। এর আগেও অনেক মহিলা চুল দান করেছেন। তিনি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করার জন্য অন্যান্য মহিলাদের আহ্বান জানান ।

Latest