পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট। বৃহস্পতিবার ৮ই মে ঘাটাল রামপুর হাইস্কুলে ঘাটাল দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল উদ্যোগে এক বৃহৎ আকারের রক্তদান শিবিরে ৫৫ জন মহিলা সহ রক্ত দিলেন ২০৯ জন রক্তদাতা।এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভট্টাচার্য,দাসপুর বিধায়ক মমতা ভূঞ্যা,দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিয়ারী,প্রতিমা দোলই -জেলা পরিষদের সদস্য, সৌমিত্র সিংহ রায়- জেলা পরিষদের সদস্য,রবীন্দ্রনাথ জানা,কল্যাণ গুছাইত,ঘাটাল সংসদ প্রতিনিধি রামপদ মান্না,জগন্নাথ পাল,সুব্রত বুড়াই, শুভদীপ সিংহ রায় সহ অন্যান্য সদস্যরা।


