Skip to content

ঘাটালে ফেসবুক রিলস ক্রিয়েটারদের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রবিবার, ২৫শে মে, ঘাটাল ফেসবুক রিলস ক্রিয়েটরসের উদ্যোগে ভারতীয় রেড সোসাইটি এবং জেলার মহকুমা শাসক সহযোগিতায় ঘাটাল রেডক্রশ সোসাইটি ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিওর প্রতি আকৃষ্ট হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় মিলিত হচ্ছে। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল সম্পাদক নারায়ণ ভাই, ঘাটাল বিডিও,পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের কর্ণধার রফিক আলী খান, তার সুকন্যা রহিমা খাতুন, রিলিফ ইনচার্জ শুভদীপ সিং রায়, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা, কাউন্সিল বিভাস চন্দ্র ঘোষ, বরুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জি । ঘাটাল জেলার মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্যরা রক্তদান করেন। রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত ​​সংগ্রহ করে ঘাটাল উপ-জেলা রক্ত ​​কেন্দ্র কর্তৃপক্ষ।

Latest