Skip to content

জলে ভাসছে ঘাটাল,ডিঙিতে মৃতদেহ আনা হচ্ছে শ্মশানে!

ডিঙিতে মৃতদেহ আনা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা : বর্ষার জলে ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ক্রমশ জল বাড়ছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো প্লাবিত। একাধিক স্কুলে জল ঢোকায় এবারও পরিস্থিতি তেমনই। তবে কিছু এলাকায় জল পেরিয়ে ডিঙি নৌকায় করে স্কুলে যেতে দেখা যাচ্ছে ঘাটালের পড়ুয়াদের। তারই মধ্যে ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুকচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল। বয়স ৮২ বছর। অসুস্থ হয়ে বাড়িতে মৃত্যু হয়। কিন্তু তাঁর এলাকা জলের তলায়। তাই বাধ্য হয়ে মৃত দেহ শ্মশানে নিয়ে যেতে হল ডিঙি নৌকায়। তাঁর পুত্র ও প্রতিবেশীরা ডিঙিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে যায় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আড়গোড় এলাকায়। ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ডের আড়গোড় এলাকায় অনেক উঁচু করে শ্মশান তৈরি করা হয়েছে। মূলত বন্যার সময় আশপাশে কারও মৃত্যু হলে যাতে ব্যবহার করতে পারে। চতুর্দিকে জল থাকলেও এই শ্মশানেই দাহ করা হচ্ছে।

Latest