Skip to content

পাঁশকুড়া শহরের রবীন্দ্র নজরুল মঞ্চ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই শুক্রবার পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল সদনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মিসভার আয়োজন করা হয়। এই অঞ্চলটি ঘাটাল লোকসভার মধ্যে পড়ে। ২০১৯ সালের নির্বাচনী প্রচারের পর এ দিন প্রথমবার পাঁশকুড়ায় পা রাখেন তৃণমূলের এই তারকা সাংসদ। ২০১৯ লোকসভা নির্বাচনে দেব জয় পেলেও পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় তৃণমূল বিজেপির থেকে প্রায় ২৪০০ ভোটে পিছিয়ে ছিল। গত নির্বাচনে দেব পাঁশকুড়া থেকে লিড না পাওয়ার কারণেই তাঁর উন্নয়ন তহবিল থেকে পাঁশকুড়া বঞ্চিত, এমন অভিযোগও উঠেছে একাধিক বার।এ দিন বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন,"২০১৯-এ আমি এখান থেকে হেরেছি। দোষ আপনাদের নয়। দোষটা আমার। হয়তো আমি আপনাদের মন জয় করতে পারিনি। ২০১৯ এ আমি যা যা ভুল করেছি ২০২৪-এ সেগুলো শুধরে নেওয়ার আরেকটা সুযোগ এসেছে।"তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রসঙ্গে দেবের বক্তব্য,"আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কারও এক টাকা নিইনি। যদি কারও কাছে প্রমাণ থাকে তা হলে ইডি-সিবিআইয়ের কাছে দিয়ে আসুন। আমি তো ইডি-সিবিআইয়ের ভয়ে দল বদল করিনি।" এ দিন দেবের কর্মিসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া শহর তৃণমূলের সভানেত্রী সুমনা মহাপাত্র, পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র-সহ দুই মেদিনীপুরের জেলা নেতৃত্ব। কর্মিসভা শেষ করে দেব পাঁশকুড়ার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

Latest