নিজস্ব সংবাদদাতা : রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পর, রবিবার ১৬ ই ফেব্রুয়ারি ঘাটাল টাউন হলে মাস্টার প্ল্যানের ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির আলোচনা সভা হল ।এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক অজিত মাইতি, সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনিষ জৈন, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। এছাড়া ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সাব কমিটির সদস্যরা। সাংসদ দেব বলেন, বৈঠকের পর দেব বলেন, ‘‘আজ ঘাটালের মানুষ বুঝতে পারছেন, আমি ২০২৪-এ কেন ভোটে দাঁড়ালাম। একটাই শর্ত ছিল, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা। দিদি আমাকে কথা দিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন এই লড়াই তৃণমূল কংগ্রেসের জয় নয় ঘাটালের মানুষের জয় এবং প্রার্থনার জয়। তিনি সাংসদ হিসেবে মাস্টার প্ল্যানের জন্য যা বলার তা বলেছেন। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন। উপযুক্ত মূল্য দিয়েই জমি নেওয়া হবে বলে তিনি বলেন। এই বিষয়ে কোনো রকম ভাবেই যেন জমি দাতাদের ভুল বোঝানো না হয়। সেখানে জমি কেনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, জমির মালিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের লিখিত সম্মতি নেওয়ার পরেই জমি কিনবে প্রশাসন।

