Skip to content

‘‘কাঞ্চনদা’র হয়ে একেবারে হাত জোড় করে ক্ষমা চাইলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বুধবার ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেব। জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের সহ সভাধিপতিঅজিত মাইতি, মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ।সেখান থেকেই সাফ বললেন, “কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আমি সেটাকে সমর্থন করিনি। আমি নিজে কাঞ্চনদাকে কেশপুরে প্রচারে নিয়ে গিয়েছিলাম। দেব বলেছিলেন আমি এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না। আমি ওনার মন্তব্যকে সমর্থন করি না। আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি। আমি মনে করি ওনার এটা বলা উচিত হয়নি। যেহেতু আমাদের দল সরকারে আছে। তাই আমাদের আরও দায়িত্ববান হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে।

Latest