নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা আছে, অনেক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে নতুন করে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হচ্ছে। এই সব পত্রিকাগুলির সজ্জারীতি এবং লেখার গুণমান আমাদের সকলের নজর কেড়েছে। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতাতেও এই ধরণের দেওয়াল পত্রিকার খবর প্রকাশিত হয়েছে। এই সব পত্রিকাগুলিকে নিয়ে মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দের প্রতি আবেদন, আপনারা আপনার বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার একটি ভাল ছবি তুলে প্রথমিক বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোষ্ট করবেন এবং বিদ্যালয়ের নামটি উল্লেখ করবেন। আমরা সেই সব ছবি দেখে আগামী ১৭ই মার্চ, ২০২৫ বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে প্রথম তিনটি বিদ্যালয়কে সম্মানিত করবো। এই দিনটি বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনটিতে মেদিনীপুরের প্রথম বাঙালি জেলা শাসক বিনয় রঞ্জন সেন ও বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দারোদ্ঘাটন করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানাবিধ অনুষ্ঠান আয়োজিত হবে বীরসিংহে। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা নেই, সেই সমস্ত বিদ্যালয় যদি ১৫ই মার্চ,২০২৫ এর মধ্যে দেওয়াল পত্রিকা উন্মোচন করে তার ছবি তুলে পাঠাবেন, সেই সমস্ত বিদ্যালয়গুলিকেও প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে।
