Skip to content

ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে রেড ক্রস দিবস পালিত হলো!

নিজস্ব সংবাদাতা : ৮ মে রেড ক্রস দিবসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট । তিনি ছিলেন একজন সুইস মানবতাবাদী, ব্যবসায়ী এবং সামাজিক কর্মী। তিনি রেড ক্রস আন্দোলনের বীজ বপন করেছিলেন, যা পরে বিশ্বব্যাপী একটি মানবতাবাদী সংস্থায় রূপ নেয়। তাই ডুনান্টের জন্মবার্ষিকীতে, ৮ মে প্রতি বছর ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই,ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল ইনচার্জ শুভদীপ সিংহ রায় সহ অন্যান্য সদস্যরা। অসহায় দুর্গত মানুষজনের পাশে থাকার বার্তা দেন ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) ।

Latest