Skip to content

ঘাটাল রেডক্রশ সোসাইটি ও গান্ধি মিশনের উদ্যোগে কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার বিতরণ!

নিজস্ব সংবাদাতা : টানা কয়দিন ধরে বৃষ্টি আর তাতেই ফের নতুন করে জলমগ্ন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ঘাটাল ডিভিশন । ঘাটালের পাশাপাশি তার আনুষাঙ্গিক দাসপুর, রাজনগর, চন্দ্রকোনা ১ ও ২ নং ব্লক-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ।

এমনকি আড়গোড়া চাতাল রয়েছে জলের তলায় । ভারতীয় রেডক্রশ সোসাইটি ও গান্ধি মিশন ঘাটাল শাখার উদ্যোগে শুক্রবার ১৮ জুলাই রান্না করা খাবার পরিবেশন করা হয় প্রথম পর্যায়ে - ১২০০ বন্যা দুর্গত পরিবারদের, হাজারী মায়ের মন্দির শীলারাজনগর সংলগ্ন মৌজায়। গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে বানের জলে। ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল। বহু পরিবারকে দিন কাটাতে হচ্ছে অবর্ণনীয় দুর্দশার মধ্যে।উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই,ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল ইনচার্জ শুভদীপ সিংহ রায় সহ অন্যান্য সদস্যরা।

বন্যার প্রকোপ যতই থাকুক ঘাটাল রেডক্রশ সোসাইটির মানবিকতার এই হাতছানি নতুন আশার আলো দেখাচ্ছে ঘাটাল ও দাসপুরের মানুষকে।অসহায় দুর্গত মানুষজনের পাশে থাকার বার্তা দেন ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) ।

Latest