Skip to content

ঘাটালের বন্যায় ত্রাণ কাজের জন্য ঘাটাল মহকুমা শাসকে পুরষ্কার এবং স্বীকৃতি!

নিজস্ব সংবাদদাতা : বছরের পর বছর ধরে ঘাটালের বন্যা আর প্রতি বছরই বন্যা কবলিত হয়। বর্ষা শুরু হতেই ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড এবং একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। এলাকার বাসিন্দারা বছরের পর বছর ধরে বন্যা সমস্যায় ভুগছেন। শীলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদীর শাখা ঝুমি নদীর তীরবর্তী এই এলাকা বরাবরই বন্যা প্রবণ। গত ২ মাস ধরে সারাদিন বাড়ি বাড়ি যাচ্ছেন প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাল মহকুমা শাসকে আধিকারিকরা।

ত্রাণ বিলি এবং রান্না করা খাবার বিলি । বন্যাত্রাণ ব্যবস্থাপন এবং বন্যা সংক্রান্ত অন্যান্য কাজকর্ম ভাল করে করার জন্য ঘাটাল মহকুমা শাসকে পুরষ্কার এবং স্বীকৃতি দেওয়া হলো । জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ৫৩০০ জন মানুষের ত্রাণ বিলির অনুষ্ঠানে এসে ঘাটাল কলেজের মঞ্চ থেকে জেলা প্রশাসনের দেওয়া পুরষ্কার এবং স্বীকৃতিণ। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানী মাইতি, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ IAS শ্রীনিবাস ভেঙ্কট রাও পাতিল,ঘাটালের সহকারী সভাধিপতি অজিত মাইতি,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর,পঃ মেঃ জেলা পরিষদ এবং অন্যান্য পদাধিকারীগণ।

Latest