নিজস্ব সংবাদদাতা :ঘাটালে মহকুমা প্রশাসনের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে শুরু হলো ঘাটাল বিদ্যাসাগর বইমেলা। মেলা চলবে ১০ আগস্ট পর্যন্ত।ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ঘাটাল মহকুমা প্রেসক্লাব ও ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় এই বইমেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর,মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টু কুমার দাস,পৌরসভার পৌর প্রধান তুহিন কান্তি বেরা,ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের শৈবাল ঘোষ,ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক শ্রীকান্ত পাত্র মিলন জানা সহ অন্যান্যরা।পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী স্মরণে বইমেলা কর্তৃপক্ষ সবার হাতে একটি করে বিদ্যাসাগরের মূর্তি ও চারা গাছ তুলে দেন।