Skip to content

ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার মধ্যে চারটিতেই মহিলা ভোটারের সংখ্যা বেশি!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মহকুমায় পুরুষের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। এর কারণ হল ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার মধ্যে চারটি পুরসভাতেই মহিলা ভোটারের সংখ্যা বেশি। শুধুমাত্র রামজীবনপুর পুরসভায় মহিলার থেকে পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেশি। ঘাটাল মহকুমা নির্বাচন দপ্তর সূত্রে এই তথ্য জানানো হয়েছে। ঘাটাল মহকুমা শাসকের অফিসের এক আধিকারিক জানান, পাঁচটি পুরসভায় মোট ভোটার এক লক্ষ পাঁচ হাজার ৯১২। তার মধ্যে পুরুষ ৫২ হাজার ৫৮৭, মহিলা ৫৩ হাজার ৩২৩ এবং তৃতীয় লিঙ্গ ২ জন, একজন চন্দ্রকোণায়, অন্যজন ঘাটালে।
পুরুষদের থেকে মহিলা ভোটার সবথেকে বেশি ঘাটাল পুরসভায়। ওই পুরসভায় মোট ভোটার ৪৫ হাজার ৪২০। তার মধ্যে মহিলা ভোটার ২২ হাজার ৮৮১ এবং তৃতীয় লিঙ্গ একজন বাকি ২২ হাজার ৫৩৮ জন পুরুষ ভোটার। ক্ষীরপাই পুরসভায় মোট ১৩ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার সাত হাজার ১৩৭। পুরুষ ছয় হাজার ৮০১ জন। খড়ার পুরসভার মোট ১০ হাজার ৩৫ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার পাঁচ হাজার ৯৭ এবং পুরুষ ভোটার চার হাজার ৯৩৮ জন। চন্দ্রকোণা পুরসভায় মহিলা ভোটার ১০ হাজার ৯০ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ছ’জন। ওই পুরসভায় মহিলা ভোটার ৮৪ জন বেশি রয়েছে। পাঁচটি পুরসভায় মোট বুথের সংখ্যা ১৪০। ঘাটালে ৬০, খড়ারে ১৩, ক্ষীরপাইতে ১৮, রামজীবনপুরে ২২ এবং চন্দ্রকোণায় ৩৭টি বুথ রয়েছে। ওই ১৪০টি বুথে ভোট গ্রহণের জন্য ৭৩২ জন ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে। প্রত্যেক বুথে চারজন করে ভোট কর্মী থাকবেন। তারজন্য ৫৬০ জন ভোট কর্মী লাগছে। তাছাড়াও ১৭২ জনকে রিজার্ভ রাখা হবে।

Latest