নিজস্ব সংবাদাতা : ১০ ই ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হলো ২৩ তম ঘাটাল বইমেলা। ঘাটাল বইমেলা বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত। বইমেলায় মোট ৮০টি স্টল থাকছে। তার মধ্যে প্রকাশনা সংস্থা থাকছে ৭০টি। বইমেলা খোলা থাকছে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হেনাইয়া, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, জেলা পরিষদের সদস্য শংকর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা প্রমুখ।