নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ডেবরায় হৃদয়বিদারক ঘটনা। মায়ের সঙ্গে মামার বাড়ি যেতে না পারার অভিমানেই আত্মঘাতী হল এক কিশোরী। মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল (১১)। সে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের পলাশী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রিয়াঙ্কা টিউশন পড়তে গিয়েছিল। সেই সময় খবর আসে, তার মায়ের দিদিমা প্রয়াত হয়েছেন। দুঃসংবাদ পেয়ে প্রিয়াঙ্কার মা পুতুল মণ্ডল ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান। টিউশন থেকে বাড়ি ফিরে মা ও ছোট বোনের অনুপস্থিতি জানতে পারে প্রিয়াঙ্কা। জানতে পারে, তাকে সঙ্গে না নিয়েই মামার বাড়ি গিয়েছেন মা। পরিবার সূত্রে দাবি, এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে সে। অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে প্রিয়াঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য কানাই সোরেন। তিনি শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একটি সামান্য অভিমান যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা যেন ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা।
মায়ের সঙ্গে মামার বাড়ি যেতে না পারার অভিমান! ডেবরায় আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী