Skip to content

দেব-এর পা জড়িয়ে কান্না নিখোঁজ নাবালিকার মা,প্রায় ২০ দিন হয়ে গেলেও খোঁজ মেলেনি!

নিজস্ব সংবাদাতা : বুধবার ৩০শে জুলাই জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা পরিদর্শনে যান ঘাটালের সাংসদ দেব। মহকুমা শাসকের দফতরে জেলা শাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দেব জানালেন, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। বিকেলে যান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে। এরপর সাংসদ দেব (দীপক অধিকারী) বীরসিংহে নব নির্মিত বিদ্যাসাগর শিশু উদ্যানে বৃক্ষ রোপন করেন।

এরপর ত্রাণ বিলির জন্য রওনা দেওয়ার সময়ই দেব (দীপক অধিকারী)-এর পা জড়িয়ে কান্না নিখোঁজ নাবালিকার মা।খড়ার এলাকার বাসিন্দা নিখোঁজ ওই নাবালিকা। গত ১১ জুলাই বিকেলে টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। গত ২০ দিন ধরে তার খোঁজ না পেয়ে এবার সরাসরি সাংসদ দেবের শরণাপন্ন হলেন নিখোঁজ নাবালিকার বাবা-মা। খড়ার এলাকার বাসিন্দা, ওই দম্পতি এদিন বীরসিংহ এলাকায় সাংসদ দেব পৌঁছনোর পরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান। দেবকে কাছে পেয়েই পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন নিখোঁজ নাবালিকার মা। তিনি বলেন, "গত ১১ জুলাই থেকে আমাদের মেয়ে নিখোঁজ। ও খুব ভালো মেয়ে। ওকে খুঁজে দিন দয়া করে, আমরা চির ঋণী হয়ে থাকব।" ওই দম্পতিকে বুধবার সন্ধ্যা নাগাদ যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন সাংসদ দেব। সাংসদ তাঁদের একটি ফোন নম্বরও দিয়েছেন বলে জানান ওই দম্পতি। নিখোঁজ নাবালিকার ইতিমধ্যেই ঘাটাল থানায় পরিবার লিখিত অভিযোগও দায়ের করেছেন।

Latest