Skip to content

ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বলে জানিয়েছেন কোম্পানির এক কর্মকর্তা । এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে।

গুগল প্রায় ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করবে বিশ্বব্যাপী ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে, যেখানে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিযোগিতামূলকভাবে অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ঢালছে।‘যুক্তরাষ্ট্রের বাইরে এটিই হবে আমাদের সবচেয়ে বড় এআই হাব,’ বলেন গুগল ক্লাউডের সিইও

তিনি আরও জানান, এই বিনিয়োগ পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে।এটি বিশ্বের ১২টি দেশে স্থাপিত গুগলের বৈশ্বিক এআই সেন্টার নেটওয়ার্কের অংশ,’ তিনি যোগ করেন।বন্দরনগরী বিশাখাপত্তনমে গড়ে উঠতে যাওয়া এই ডেটা সেন্টার ক্যাম্পাসের প্রাথমিক সক্ষমতা থাকবে ১ গিগাওয়াট, যা পরবর্তীতে “একাধিক গিগাওয়াটে” উন্নীত করা হবে বলে জানান কুরিয়ান।

এর আগে রাজ্য কর্মকর্তারা প্রকল্পটির বিনিয়োগমূল্য আনুমানিক ১০ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করেছিলেন। রাজ্য সরকার জানিয়েছে, এটি প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

Latest