Skip to content

গড়বেতার ধাদিকা যুব গোষ্ঠী ক্লাবের সার্বজনীন দুর্গোপূজোর খুঁটি পূজো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খুঁটি পুজোর মধ্য দিয়ে গড়বেতার ধাদিকা যুব গোষ্ঠী ক্লাবের সার্বজনীন দুর্গোপূজোর খুঁটি পূজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো। খুঁটি পূজোর সূচনা করেন পুজো কমিটির অন্যতম সদস্য শান্তনু দে ,গড়বেতা বিধায়িকা উত্তর উত্তরা সিংহ হাজরা। ১৫ তম বর্ষের গড়বেতা ধাদিকা যুব গোষ্ঠী ক্লাবের দুর্গাপূজোর। ২০২৫ এ থিম নীলকন্ঠ ধাম, প্রায় ৪০ লক্ষ টাকা বাজেট। নীলকন্ঠ ধাম এটি হল স্বামীনারায়ণ মন্দির একটি এবং আধ্যাত্মিক-সাংস্কৃতিক ক্যাম্পাস, নর্মদা নদীর তীরে,ভারতের গুজরাটে অবস্থিত পোইচাতে।এই মন্দিরটিকে নীলকন্ঠধাম পইচা বা পইচা স্বামীনারায়ণ মন্দিরও বলা হয়। এই বিষয়ে ক্লাবের বক্তব্য হিন্দুদের এক বিশেষ তীর্থক্ষেত্র হল নীলকন্ঠ ধাম,কিন্তু সকলেই সেখানে পৌঁছাতে পারে না। তাই তাদের কথা ভেবে গড়বেতা ধাদিকা যুব গোষ্ঠী ক্লাব প্রতিবছর দর্শকদেরকে নতুন নতুন উপহার দিয়ে আসছি।

তাই এবছর ২০২৫ দূর্গা পুজোয় যুব গোষ্ঠী ক্লাব দর্শকদের কাছে তুলে ধরছে গুজরাটে নর্মদা নদীর তীরে অবস্থিত নীলকন্ঠ ধাম মন্দিরের আদলে। পুজো কমিটির সদস্যদের আশ্বাস এ বছর তাদের থিম নজর কাড়বে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের।

Latest