Skip to content

গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির ভিতর বিনা অনুমতিতে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সব সময় থেকেছে খবরের শিরোনামে। স্বাধীনতা থেকে মহাভারত, বাম জমানা থেকে কংগ্রেস শাসন, সব সময় বিতর্ক নিয়ে চলতে ভালোবাসে গড়বেতা। এবার গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির নিজস্ব অফিসের ভিতরে গাছ কাটা নিয়ে তুঙ্গে উঠলো তরজা।
এদিন গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির ভিতর বিনা অনুমতিতে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ উঠল গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতি থেকে কোনরূপ দরপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ না করেই গাছের ডাল কেটে বিক্রি করা হলো। যিনি গাছের ডাল কাটার দায়িত্ব পেলেন তিনি এক বড় নেতার ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। গাছেরও প্রাণ আছে এইভাবে গাছের ডাল কাটা কখনো উচিত নয়। আর তাছাড়া গাছের ডাল কাটা হবে এমন কোন দরপত্রের বিজ্ঞপ্তি পঞ্চায়েত সমিতি প্রকাশ করে নী বলে অভিযোগ করেন বিরোধীরা তাদের আরও দাবি এই ডাল কাটা সম্পূর্ণ বেআইনি শুধুমাত্র কতিপয় নেতৃত্ব তাদের কাছের মানুষজনকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই গাছগুলোর ডাল কাটা হয়েছে। এই ডাল কাটার টাকা খরচ যোগাবে, ২১শে জুলাইয়ের লাভবান হবেন বড় নেতৃত্বের কিছু কাছের মানুষ। এই টাকা পঞ্চায়েত সমিতির কোষাগারে জমাও পড়বে না। গাছ কাটার জন্য রবিবার একুশে জুলাই এর মতো দিনটি কেন বেছে নেওয়া হলো সেই প্রশ্নও উঠছে বার বার। সেদিন পঞ্চায়েত সমিতির কার্যালয় বন্ধ, শাসক দলের অনেক কর্মীই ধর্মতলাগামী এমন একটি দিন দুর্নীতির জন্য যথেষ্টই অনুকুল এমনই প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক দলেরই একাংশ, প্রশ্ন তুলছে বিরোধীরাও। উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালত রয়েছে প্রয়োজনীয় নির্দেশাবলী থেকে শুরু করে রয়েছে বন আইন, গাছ কাটা থেকে গাছের ডাল ছাঁটা নিয়ে বারবার সরব মুখ্যমন্ত্রী। কোনরকম দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন তিনি। সেখানে পঞ্চায়েত সমিতির নিজস্ব কার্যালয়ের ভিতরেই এত বড় একটি ঘটনা আবারও উস্কে দিল বজ্র আঁটুনি ফসকা গেরোর তত্ত্ব। প্রশ্ন উঠতে শুরু করেছে‌। মুখ্যমন্ত্রী কি শুধুই মুখে বলেন নাকি কাজেও করে দেখান। পারবেন কি তিনি গাছ কাটার কারণ জানতে চেয়ে পঞ্চায়েত সমিতির কাছে কৈফিয়ৎ তলব করতে। নাকি শুধুই ক্যামেরাবন্দি হয়ে থেকে যাবে তার দুর্নীতির বিরুদ্ধে বলা বক্তব্য। চুপিসারে দুর্নীতি করে স্থানীয় এলাকায় সততার রাজনীতি করা কোন রাজনৈতিক নেতা এই ঘটনায় জড়িত বলে এলাকায় গুঞ্জন। আগামী দিনে এইভাবে গাছ কাটা বন্ধ থেকে গাছের ডাল ছাঁটা আটকাতে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন কী না সেটাই এখন দেখার।

Latest