Skip to content

নেতার বাড়ি থেকে উদ্ধার সরকারি কাটা গাছ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার সরকারি কাটা গাছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত তিলাবনী এলাকায়।বনদপ্তর সুত্রে জানা গেছে, বনদপ্তরের তরফে ওই এলাকায় জঙ্গল কাটার কাজ চলছিল। তারই মধ্যে ঐ এলাকার বিজেপি নেতা তথা বনরক্ষা কমিটির সদস্য কৃষ্ণসাধন ঘোষ বেশকিছু কাটা গাছ নিজের বাড়িতে নিয়ে চলে যায় অভিযোগ জানায় বনরক্ষা কমিটির অন্যান্য সদস্যরা। বিষয়টি জানাজানি হতেই রবিবার বিকেল নাগাদ অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে শালবনী থানার পুলিসকে নিয়ে হানা দেয় বনদপ্তরের আধিকারিকরা। বাড়িতে হানা দিয়ে বিজেপি নেতার বাড়ির ছাদ থেকে সেই সমস্ত কাটা গাছ বাজেয়াপ্ত করে নিয়ে যায় বনদপ্তর।এবিষয়ে অভিযুক্ত বিজেপি নেতা কৃষ্ণসাধন ঘোষ বলেন, তিনি বিজেপি করেন বলে, তার বাড়িতে এই সমস্ত কাটা গাছ ঢুকিয়ে দিয়ে রেড করানো হয়েছে। এসব তৃণমুলের চক্রান্ত।


যদিও বিজেপি নেতার অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক হাজরা জানিয়েছেন, উনি এই ধরণের কাজকর্মের সঙ্গেই যুক্ত, এর আগেও এই ধরণের কাজ করেছেন, ধরা পড়েননি, এবার ধরা পড়েছেন। এরসঙ্গে তৃণমুলের কোন যোগ নেই।
অন্যদিকে বাড়িতে গাছ মজুত করার কথা স্বীকার করেছেন আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জার মলয় ঘোষ। পাশাপাশি সমস্ত কাটা গাছ ঐ বিজেপি নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Latest